শিলিগুড়ি, ১০ আগস্টঃ সদস্য সংখ্যা বৃদ্ধিতে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।‘আমার পরিবার বিজেপি পরিবার’।শিলিগুড়ি সাংগঠনিক বিজেপির তরফে সোমবার একটি সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির সূচনা করা হল।
জানা গিয়েছে, মিসডকলের মাধ্যমে সাধারণ মানুষকে বিজেপিতে যোগদান করানোর উদ্যোগেই বিজেপির এই কর্মসূচি।বিজেপির তরফে একটি নম্বর প্রদান করা হয়েছে।এই নম্বরে মিসডকল দিয়ে বিজেপির সদস্য হওয়ার আবেদন করা হয়েছে।
এদিন শিলিগুড়ি সাংগঠনিক বিজেপির তরফে জেলা পার্টি কার্যালয় জয়মনি ভবনে একটি সাংবাদিক বৈঠক করা হয়।সাংবাদিক বৈঠকে শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, বিজেপি নেতা রথীন্দ্র বোস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রথীন্দ্র বোস জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৩ কোটি মানুষকে বিজেপিতে যোগদান করানো হবে।গতবারের কর্মসূচির মাধ্যমে ৯০ লক্ষ মানুষ বিজেপিতে যোগদান করেছিল।এবারে বৃহৎ আকারে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।