রাজগঞ্জ, ২৩ জানুয়ারিঃ আমবাড়িতে পালিত হল সুভাষ উৎসব।আজ নেতাজী সুভাষচন্দ্র ১২৫ তম জন্মদিন।সেই উপলক্ষ্যে সারা দেশজুড়ে পালিত হচ্ছে সুভাষচন্দ্রের জন্মদিন।
এদিন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি শক্তিসোপান ক্লাবের বিশ্ববাংলা মুক্ত মঞ্চে পালিত হল সুভাষ উৎসব।এদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেমে দিনটি উদাযাপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,জলপাইগুড়ি ডিপিএসসির চেয়ারম্যান লক্ষমোহন রায়,রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বিন্নাগুড়ি অঞ্চলের উপপ্রধান তুষার দত্ত সহ অন্যান্যরা।