রাজগঞ্জ, ৪ জুন: রাজগঞ্জের আমবাড়িতে শুরু হয়েছে বাড়ি বাড়ি পিএইচইর পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের চাকিয়াভিটা পিএইচইর অন্তর্গত গ্রামগুলিতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে সুনামগঞ্জ,কামারভিটা ও ৯ নম্বর কলোনি এলাকায় পাইপলাইন বসানো হয়েছে।
এই বিষয়ে রমনাথ রায় নামে এক ব্যক্তি বলেন, বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করায় অনেক সুবিধা হয়েছে। আগে গ্রামের একটি টাইমকলে গিয়ে লাইন দিতে হত। এখন আর সেই লাইন দিতে হচ্ছে না। বাড়িতে জলের ব্যবস্থা করায় আমাদের অনেক সুবিধা হয়েছে৷
বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার দত্ত বলেন, এলাকার বাসিন্দাদের পানীয় জলের জন্য দীর্ঘদিনের দাবি ছিল। তাই দুয়ারে পানীয় জল প্রকল্পের অঙ্গ হিসেবে চাকিয়াভিটা পিএইচইর অন্তর্গত গ্রামগুলিতে বাড়ি-গাড়ি নলবাহিত পানি জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামীতে আসতে আসতে সমস্ত এলাকায় নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।