রাজগঞ্জ, ১১ এপ্রিলঃ রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আমবাড়ি সুদামগঞ্জের মাঠে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।রবিবার হেলিকপ্টারে রাজগঞ্জের মাঠে নামেন।এরপর মঞ্চে উঠে প্রথমে শহীদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।জনসভায় বক্তব্যের শুরুতেই রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা ব্যানার্জি।
এদিনের জনসভা থেকে কেন্দ্র সরকারকে তোপ দাগেন তিনি।বলেন, ‘মানুষ যখন ভোট দিতে যাচ্ছে সেখানে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভোট বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, চক্রান্ত হচ্ছে, ভোটের লাইনে গুলি করা হচ্ছে।ভোটের লাইনে গণতন্ত্র হত্যা করা হয়েছে’।
কোচবিহারের শীতলকুচির ঘটনা প্রসঙ্গে নির্বাচন কমিশনকে ও প্রধানমন্ত্রীকে একহাত নেন তিনি।তিনি বলেন, ‘আমাকে আটকানো যাবে না।চতুর্থ দফায় ভোটে বিজেপি হেরে গেছে জানে বলেই গুলি চালাচ্ছে।ওরা চায় না মা বোনেরা ভোট দিন।তাই ওরা এসব করছে।আমরা বুলেট এর বদলা ব্যালটে নেব।অমিত শাহের পদত্যাগ চাই, তার কারণ এই গুলি চালানোর জন্য উনি দায়ী’।
এদিনের জনসভায় রাজগঞ্জ বিধানসভার প্রার্থী খগেশ্বর রায়, জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কিষাণ কুমার কল্যাণী,ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব সহ নেতা নেতৃত্ব ও প্রচুর কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।