জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বরঃ কেন্দ্রীয় সরকারের আম্রুত প্রকল্পের মাধ্যমে ৫০ কোটি টাকা ব্যয়ে তিস্তা নদী থেকে জল নিয়ে জলপাইগুড়ি শহরবাসীর ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা।
জানা গিয়েছে, তিস্তা নদী থেকে জল নেওয়ার জন্য দুটি চেম্বার করা হবে।ইতিমধ্যেই চেম্বারের বোরিং এর কাজ শুরু করেছে পৌরসভা।সোমবার জলপাইগুড়ি তিস্তা সেতু এলাকায় সেই কাজ পরিদর্শনে যান জলপাইগুড়ি পৌরসভা ও সেচদপ্তরের আধিকারিকরা।
ইতিমধ্যেই পানীয় জল সরবরাহের জন্য শহরে পাইপ বসানোর কাজ শেষ হয়েছে।এছাড়াও শহরের ২৫টি ওয়ার্ডে নতুন ৮টি পানীয়জলের রিজার্ভার তৈরি করা হয়েছে।জলপাইগুড়ি বালাপাড়া এলাকায় তৈরি করা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।তিস্তা নদী থেকে জল এনে বালাপাড়া এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে জলকে বিশুদ্ধ করে নতুন ৮টি রিজার্ভারের মাধ্যমে শহরবাসীর ঘরে ঘরে পৌছে দেওয়া হবে।
পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি বলেন, প্রাথমিক পর্যায়ে তিস্তা সেতু এলাকায় দুটি চেম্বার করা হবে।তার জন্য তিস্তা নদীর বিভিন্ন জায়গাতে জলের পাইপ বোরিং করে পরীক্ষা করা হচ্ছে।এরপর একটি রিপোর্ট পাঠানো হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সবুজ সংকেত পাওয়া গেলেই সেইমত কাজ করা হবে।