শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ আপাতত আন্দোলনে ইতি টানছেন সাফাইকর্মীরা।রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের হস্তক্ষেপে রবিবার থেকে ফের কাজে নামতে চলেছেন শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীরা।জানা গিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি অবধি আন্দোলন স্থগিত রেখেছেন আন্দোলনকারীরা।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী গৌতম দেব জানান, সাফাই কর্মীদের বেশকিছু ন্যায্য দাবি রয়েছে।এই দাবিগুলোকে যাতে সহানুভূতির সাথে দেখা হয় তা নিয়েও আর্জি জানানো হবে পুরনিগমকে।তিনি আরও বলেন, আন্দোলনরত সাফাইকর্মীদের অভিযোগ শিলিগুড়ি পুরনিগমে জঞ্জাল অপসারণ বিভাগে এমন কিছু কর্মীদের নিযুক্ত করা হয়েছে যারা জঞ্জাল অপসারণের কাজ করেন না অথচ তাদের বেতন দেওয়া হয় পুরনিগমের জঞ্জাল অপসারণ বিভাগের ফান্ড থেকে।
অন্যদিকে আন্দোলনের আগে সাফাই কর্মীরা বেশকয়েকবার পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের সাথে বৈঠকে বসার জন্য আবেদন করেছিল তবে চেয়ারম্যান তাদের সময় দিতে পারেননি।যার জেরে বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয় অস্থায়ী সাফাই কর্মীরা।তবে আগামীকাল থেকে আবার রাস্তায় সাফাই এর কাজে নামছেন সাফাইকর্মীরা।তাদের সমস্ত দাবিদাওয়া সহানুভূতির সঙ্গে দেখার ব্যবস্থা হবে বলে জানান মন্ত্রী।