বনবস্তিবাসীদের আন্দোলনের জেরে বন্ধ চিলাপাতা রেঞ্জ অফিস, প্রভাব পড়ল পর্যটনে

আলিপুরদুয়ার, ৬ জানুয়ারিঃ বন সহায়ক নিয়োগ নিয়ে বনবস্তিবাসীদের আন্দোলনের জেরে গত ৩ দিন ধরে তালা বন্ধ অবস্থায় রয়েছে জলদাপাড়া বনবিভাগের চিলাপাতা রেঞ্জ অফিস।এরফলে বন্ধ রয়েছে জিপসি সাফারি।এর প্রভাব পড়েছে পর্যটনের ওপর।


বনকর্তাদের অভিযোগ, অকারণেই  আন্দোলনের জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার অর্থনীতি।জনগন যদি আন্দোলন জারি রাখেন তবে বনদপ্তরের অফিস খোলার চেষ্টা করবে না বনদপ্তর।কোভিড পরবর্তী অধ্যায়ে ধীরে ধীরে যখন স্বাভাবিক হতে চলেছে ডুয়ার্সের পর্যটন তখন চিলাপাতার ওই অশান্তি ভুল বার্তা দেবে পর্যটক মহলে।

এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, বনসহায়ক নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকারের প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি বনদপ্তর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubahsegel girişbaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞcasibom