করোনার ত্রাসে গোটা বিশ্ব।ভারতেও দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।করোনা সংক্রমণ রুখতে একমাত্র উপায় গৃহবন্দী থাকা,সামাজিক দূরত্ব মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা।
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রঙ্গিত রাইস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।এখন থেকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্তকরণ করার পরই রঙ্গিত রাইসের প্যাকেট তুলে দেওয়া হবে ক্রেতাদের হাতে।কোম্পানির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শহরের বিভিন্ন এলাকায় যে ছোট-ছোট দোকান রয়েছে সেইসব দোকানে এই পরিষেবা চালু করা হবে।যার নাম রাখা হবে ‘আরোগ্য রাইস শপ’। প্রথম ধাপে ৫০০টি ছোট দোকানে এই পরিষেবা চালু করা হবে।কোম্পানির তরফে বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে।
রঙ্গিত রাইস( MJ Grain Products Pvt. Ltd.) এর তরফে যে পরিষেবাগুলি দেওয়া হবে সেগুলি হল-
- প্রতিদিন জীবাণুমুক্ত করা হবে ওই দোকানগুলি।
- দোকান মালিক সহ দোকানের সমস্ত কর্মীকে মাস্ক,গ্লাভস,স্যানিটাইজার দেওয়া হবে।
- ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সে বিষয়টিরও খেয়াল রাখা হবে।
- ক্রেতাদের হাতে তুলে দেওয়ার আগে জীবাণুমুক্ত করা হবে রঙ্গিত রাইসের প্যাকেট।
- এই বিষয়ে দোকান মালিক এবং দোকানের কর্মীদের প্রশিক্ষিত করা হবে।
- অন্যদিকে খুচরো ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে যে দোকান মালিক এবং কর্মীরা ‘আরোগ্য সেতু’ অ্যাপের সঙ্গে সংযুক্ত রয়েছে কিনা।পাশাপাশি ক্রেতার হাতে চালের ব্যাগ তুলে দেওয়ার আগে তা ভালোভাবে জীবাণুমুক্ত করা হয়েছে কিনা।
কোম্পানির তরফে আবেদন করা হয়েছে যদি কোনও চালের দোকানদার এই বিষয়ে আগ্রহী থাকেন তাহলে ৮১০১২৪৩৮৮৫ এই নম্বরে ফোন অথবা হোয়াটস অ্যাপ করে টিম রঙ্গিত এর সাথে যোগাযোগ করতে পারবেন।