করোনা মোকাবিলায় দেশবাসীকে ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোড করার জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কেন্দ্রের তৈরি এই ‘আরোগ্য সেতু’ গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে।ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের প্রশংসাও কুড়িয়েছে এই অ্যাপটি।
কি এই ‘আরোগ্য সেতু’?
এপ্রিলের গোড়াতেই এই অ্যাপ নিয়ে আসে ভারত সরকার।স্মার্টফোনের লোকেশন ও ব্লু টুথের সাহায্যে এই অ্যাপ জানিয়ে দেবে আপনার কাছাকাছি কোনও কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তি রয়েছেন কিনা।করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সে ব্যাপারেও পরামর্শ দেবে ‘আরোগ্য সেতু’।এছাড়াও যদি ‘আরোগ্য সেতু’ ব্যবহারকারী হাই রিস্ক জোনে থাকেন, তাহলে অ্যাপ তাঁকে পরামর্শ দেবে, অবিলম্বে পরীক্ষা করান।
কিভাবে ব্যবহার করবেন ‘আরোগ্য সেতু’ অ্যাপ-
- প্রথমেই গুগল প্লে বা অ্যাপল স্টোর থেকে ‘আরোগ্য সেতু’ অ্যাপটি ডাউনলোড করুন।
- কোন ভাষায় ব্যবহার করতে চান, সেটি অ্যাপটি খুলে সিলেক্ট করুন।
- নিজের ফোন নম্বর দিয়ে ‘রেজিস্টার’ করুন।
- অ্যাপটিতে নিজের শারীরিক অবস্থা, সম্প্রতি বিদেশ সফর করেছেন কি না, কোনও অসুস্থতা রয়েছে কি না— ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।
- এরপর কী কী সাবধানতা অবলম্বন করতে হবে অ্যাপের তরফ থেকে জানানো হবে।পাশাপাশি প্রতিটি রাজ্যের হেল্পলাইনের নম্বরও সেই অ্যাপে আছে।
- অ্যাপটির সুষ্ঠু ব্যবহারের জন্য সবসময় ব্লু-টুথ ও জিপিএস লোকেশন ‘অন’ রাখতে হবে।
ইতিমধ্যেই প্রচুর মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন।অন্যদিকে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে অ্যাপে ব্যক্তির গোপনীয়তা রক্ষার ব্যবস্থা থাকছে।সংশ্লিষ্ট ব্যক্তি বাদে অপর কেউ সেই অ্যাপে সংরক্ষিত তথ্য দেখতে পাবে না।প্রত্যেকের পরিচয় ও ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের হাত থেকে সুরক্ষিত রাখা হবে।