শিলিগুড়ি, ১০ আগস্টঃ করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। রাজ্য সরকারের কাছে দ্রুত আর্থিক প্যাকেজের দাবি জানান তিনি।
শিলিগুড়িতে বাড়ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কোভিড হাসপাতালগুলিতে রোগী ভর্তি রাখা নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে।অন্যদিকে, স্বাস্থ্য দপ্তরের সাথে পাল্লা দিয়ে এই লড়াইয়ে সামিল হয়েছে শিলিগুড়ি পুরনিগম।
সোমবার একটি সাংবাদিক বৈঠক করে অশোক ভট্টাচার্য জানান, ইতিমধ্যে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হোম করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।তার কাজ শুরু হয়েছে জোরকদমে। তবে বর্তমানে এর যাবতীয় খরচ বহন করতে হচ্ছে শিলিগুড়ি পুরনিগমকে যা বর্তমান সময়ে তাদের কাছে অসাধ্য। শুধু তাই নয় সংক্রমনের মোকাবিলায় ২ হাজার কর্মীকে বাড়তি ভাতা প্রদান করছে পুরনিগম।
তিনি আরও বলেন, করোনা মহামারীতে আয় কমেছে পুরনিগমের, যার দরুন পরিষেবা দিতে বেশকিছুটা বেগ পেতে হচ্ছে তাদের।অথচ রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেও বিশেষ আর্থিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এমনই অভিযোগ করেন অশোক ভট্টাচার্য।