শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ রাজ্য সরকারের মনোনীত প্রশাসক মন্ডলীর সদস্য হয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে ফের আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন প্রশাসক অশোক ভট্টাচার্য।শুধু তাই নয় দ্রুত পুর বোর্ড নির্বাচনের দাবি জানান তিনি।
শিলিগুড়ি পুরনিগমে বাম বোর্ড ক্ষমতায় থাকাকালীন রাজ্যে সরকারের বিরুদ্ধে লাগাতার আর্থিক বঞ্চনার অভিযোগ তোলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।পরবর্তীতে পুর বোর্ডের প্রশাসক হওয়ার পরও বিভিন্ন সময়ে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলেন তিনি।
এছাড়াও দ্রুত নির্বাচনবিধি মেনে বিধানসভা ভোটের আগে রাজ্যের ১১০ টি পুর বোর্ড নির্বাচনের দাবি জানালেন তিনি।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য টাকা অনুমোদনের পরও বহু টাকা আমরা পাইনি।তবে আর্থিক বঞ্চনা সত্বেও আমরা শিলিগুড়ির উন্নয়নের কাজ করেছি।