শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ করোনা এবং লকডাউন পরিস্থিতিতে সারা দেশের অর্থনীতি বিপর্যস্ত।এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংগঠিত ক্ষেত্রে গরীব খেটে-খাওয়া মানুষ, বস্তিবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী, পথ হকার, নির্মাণ শ্রমিকেরা।
পুরনিগম গুলির রাজস্ব আদায়, বস্তি উন্নয়ন, স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ স্তব্ধ হয়ে গিয়েছে।তার ওপর নিজের আর্থিক ব্যয়ে করোনা পরিস্থিতির মোকাবিলা করছে পুরনিগম।অবিলম্বে এই পরিস্থিতিতে আর্থিক প্যাকেজ দেওয়া হোক পুরনিগমকে, এমনই দাবি জানালেন শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।
এর পাশাপাশি ১১ দফা দাবি সম্মিলিত একটি চিঠি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠান অশোক ভট্টাচার্য।এছাড়াও রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামে গণধর্ষণ ও খুনের ঘটনার বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।তিনি বলেন, বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবারগুলি।দোষিরা আজও অধরা। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।