শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ ‘নো এন্ট্রি’ বোর্ডকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে যান চলাচল।নীরব দর্শকের ভূমিকা পালন করছে দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পুলিশের কর্মীরা।এই ছবি ধরা পড়তেই প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের কর্মীদের ভূমিকা নিয়ে।
প্রসঙ্গত,শহরকে যানজট মুক্ত করতে সম্প্রীতি বিশেষ উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।শিলিগুড়ি হাসপাতাল মোড় থেকে চিলড্রেন পার্ক এবং হাকিম পাড়া ভুটিয়া মার্কেট মোড় পর্যন্ত রাস্তা গুলিকে ‘ওয়ান ওয়ে’ করে দেওয়া হয় এবং ‘নো এন্ট্রি’ বোর্ড লাগিয়ে দেওয়া হয়।পাশাপাশি প্রতিটি মোড়ে মোতায়েন করা হয় ট্রাফিক পুলিশ।তবে কিছুদিন যেতেই না যেতে বদলে গিয়েছে সেই চিত্র।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘নো এন্ট্রি’ বোর্ড দেখা সত্বেও কিছু সংখ্যক গাড়ি চালক ঢুকে পড়ছে এই রাস্তাগুলিতে।আইন ভঙ্গকারীদের বাঁধা দিলে রীতিমতো বচসা বেঁধে যাচ্ছে ট্রাফিক পুলিশের কর্মীদের সঙ্গে।