আলিপুরদুয়ার, ২৬ ডিসেম্বরঃ আবাস যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় উঠেছে দুর্নীতির অভিযোগ।
সোমবার আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের ভাটিবাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল সারা ভারত কৃষক সভা।এদিন ভাটিবাড়ি এলাকায় রাজ্যসড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ভারত কৃষক সভা।
ভারত কৃষক সভার এক সদস্য জানান, আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে।যারা প্রকৃত গরীব মানুষ তাদের নাম বাদ দিয়ে যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে।কিছুদিন আগে অবধি যাদের নাম তালিকাভুক্ত ছিল সেই নামও বাদ হয়ে গিয়েছে।এই নিয়ে আজ আমরা আন্দোলনে নেমেছি।