আবাস যোজনায় নাম নেই প্রকৃত প্রাপকদের,, আলিপুরদুয়ারে ধর্না অবস্থানে বসলেন তৃণমূলের বুথ সভাপতি

আলিপুরদুয়ার, ৪ ডিসেম্বরঃ আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়ের পাড় ১ গ্রাম পঞ্চায়েতের ১২/২৫৭ নম্বর বুথে আবাস যোজনায় ঘর পাচ্ছেন না প্রকৃত গরীব বাসিন্দারা।ঘরের দাবীতে ধর্না ও অবস্থানে বসলেন তৃণমূলের বুথ সভাপতি দীপক সাহা।


অভিযোগ, কয়েকবছর আগে আবাস যোজনার জন্য নাম জমা দিয়েছিলেন এলাকার প্রকৃত গবীর পরিবারগুলি।কিন্তু আবাস যোজনার চূড়ান্ত তালিকায় তাদের নাম নেই।চাপড়ের পাড় ১ গ্রাম পঞ্চায়েতের ১২/২৫৭ নম্বর বুথে প্রায় দশ থেকে বারো জন বাসিন্দা ঘর পাননি।

ঘরের দাবীতে এদিন শোভাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় ধর্না ও অবস্থানে বসেছেন স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি দীপক সাহা।তার সঙ্গে বাসিন্দারাও ধর্না বিক্ষোভে সামিল হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet girişbetist