রাজগঞ্জ, ৩ ডিসেম্বরঃ আবাস যোজনার তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে নাম।নাম বাদ পড়ায় হতাশ রাজগঞ্জের দুই প্রতিবন্ধী ভাই।
জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহানভিটা গ্রামের দুই ভাই সুবোধ রায় ও সুনীল রায়।দুজনই ছোট থেকে প্রতিবন্ধী।জরাজীর্ণ কাঁচা ঘরেই তাদের বসবাস।প্রতিবন্ধী দুই ভাইয়ের অভিযোগ, কয়েকবছর আগে সরকারি আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন।তিনবার সার্ভে হওয়ার পর নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে গিয়ে বাদ দেওয়া হয়েছে তাদের নাম।
তারা বলেন, দুই ভাইয়ের মধ্যে একজন ঘর পেলেও দুজনে একসঙ্গে কোনরকমে বসবাস করতে পারতেন।কিন্তু বারবার নাম বাদ হয়ে যাওয়ায় ঘর থেকে বঞ্চিত হচ্ছেন তারা।গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন।
এই বিষয়ে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন, আবাস যোজনার বিষয়টি বিডিও অফিসের মাধ্যমে করা হয়।যাদের নাম বাদ গিয়েছে তারা অঞ্চল অফিসে গিয়ে আবেদন করলে তা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হবে।