শিলিগুড়ি, ১৭ জানুয়ারিঃ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস।প্রকৃত দুঃস্থদের ঘর না দিয়ে তৃণমূল কর্মীদের ঘর বানিয়ে দেওয়া হচ্ছে।এমনই অভিযোগ তুলে মঙ্গলবার এনজেপি থানা সংলগ্ন হরিপুর সাহুডাঙ্গি এলাকায় ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্মারকলিপি প্রদান করল ভারতীয় জনতা পার্টি ফুলবাড়ি মন্ডল কমিটি।
এদিন মিছিল করে পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছান বিজেপি নেতা কর্মীরা।সেখানে বিক্ষোভ দেখানোর পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রধানকে স্মারকলিপি তুলে দেওয়া হয়।প্রধানমন্ত্রী আবাস যোজনার অভিযোগ ছাড়াও আরও চার দফা দাবি স্মারকলিপিতে তুলে ধরা হয়।
এই বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন,দুঃস্থ মানুষদের জন্য বাড়ি বানিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার।এতে কাটমানি খাচ্ছে তৃণমূল কংগ্রেস।এর বিরোধিতায় আজ এই স্মারকলিপি প্রদান করা হল।