কোচবিহার, ১৮ ডিসেম্বরঃ আবাস যোজনা প্রকল্পের তালিকায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম।এই নিয়ে সরব হলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
জানা গিয়েছে, আবাস যোজনা তালিকায় দিনহাটা এক নম্বর ব্লকের অন্তর্গত ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খরিজা বালাডাঙ্গার বাসিন্দা বিধুভূষণ প্রামানিকের নাম রয়েছে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাবার নাম আবাস যোজনা তালিকা থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
এই নিয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, বিজেপি আবাস যোজনা তালিকায় নাম নিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন করছে বিজেপি। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিলাশবহুল বাড়ি থাকা সত্ত্বেও তার বাবার নাম সেই তালিকায় রয়েছে।তবে এবার কি বিজেপি নেতাকর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচি ধর্না দেবেন?তিনি আরও বলেন, প্রায় ছয় বছর আগে সমীক্ষা হয়েছিল তখন অনেকেরই পাকা ঘর ছিল না।এই সময়ের মধ্যে অনেকের অর্থ সামাজিক অবস্থা ভালো হয়েছে।কিন্তু তালিকায় তাদের নামও রয়েছে।উপযুক্ত যোগ্য ব্যক্তি ঘর পাবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।
তবে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বা তার পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই উপভোক্তাদের ঘর দিতে পারেন।তাই চক্রান্ত করেই তার বাবার নাম রাখা হয়েছে।আসলে তালিকায় ভুরি ভুরি তৃণমূল নেতাদের ও পঞ্চায়েতের নাম রয়েছে তাই এই ধরনের চক্রান্ত করছে তারা।