শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ বড়সড় সাফল্য আবগারি দপ্তরের।রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে বেআইনিভাবে লক্ষাধিক টাকার মদ পাচার করতে এসে আবগারি দপ্তরের হাতে ধরা পড়লো দুজন।
জানা গিয়েছে, স্পেশাল কমিশনার অফ রেভিনিউ এর কাছ থেকে জলপাইগুড়ি আবগারি দপ্তরে খবর আসে যে সিকিম থেকে বেআইনি মদ দার্জিলিং জেলায় ঢুকবে।এই খবরের ভিত্তিতে আবগারি দপ্তর অভিযানে নামে।
দার্জিলিংয়ের ঘুম ও জোরথাং এলাকায় ফাঁদ পাতে আবগারি বিভাগ।সেইসময় আবগারি বিভাগের চোখে পড়ে জোরথাং এর দিক থেকে একটি পিকআপ ভ্যান আসছে।সেই পিকআপ ভ্যানটিকে পিছু নিয়ে মকাইবাড়ি চা বাগান এলাকায় ধরা হয়।
গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে মদের কার্টন।উদ্ধার হওয়া মদের বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকা।ঘটনায় গাড়ির চালক সহ দুজনকে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম সন্দীপ রাই এবং প্রজ্ঞান রাই।ধৃত দুজনের বাড়ি দার্জিলিং এর বিজনবাড়ি এলাকায়।
পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা পিকআপ ভ্যানটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে আবগারি বিভাগ।