শিলিগুড়ি, ১৮ মার্চঃ শেষ হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।পরীক্ষা শেষে আবির খেলায় মেতে উঠলো পড়ুয়ারা।
গত ৩রা মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।১৮ই মার্চ শেষ পরীক্ষার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।এদিন পরীক্ষা শেষে হাসি মুখে পরীক্ষাকেন্দ্র থেকে বেরোতে দেখা যায় পরীক্ষার্থীদের।এরপর বন্ধুদের সঙ্গে আরিব খেলায় মেতে ওঠে পরীক্ষার্থীরা।
এদিন পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষার জন্য যেরকম প্রস্তুতি নিয়েছিলাম প্রশ্নপত্র সেরকমই এসেছে।আশাবাদী পরীক্ষার ফলাফল অনেকটাই ভালো হবে।