রাজগঞ্জ, ২৪ মার্চঃ ১০ মার্চ ডিএ দাবিতে কর্মবিরতিতে সামিল হলে একদিনের বেতন কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য সরকার।সেই হুঁশিয়ারিকে তোয়াক্কা না করেই কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা।সেদিন যারা কর্মস্থলে উপস্থিত হয়নি সেইসমস্ত শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকারের তরফে শোকজ করা হয়।শুক্রবার আবির খেলে শোকজের জবাব দিলেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা।
শুক্রবার রাজগঞ্জের বেলাকোবা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এসে অকাল আবির খেলে ও মিষ্টিমুখ করে শোকজের জবাব দেন তারা।এদিন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রায় ১০০ জন শিক্ষক ও কর্মচারিরা শোকজের উত্তর জমা দেন।
এই বিষয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজগঞ্জ জোনাল কমিটির সহ-সম্পাদক শুভ্রদেব ভট্টাচার্য বলেন, গত ১০ মার্চ ন্যায্য ডিএ’র দাবি ও স্বচ্ছভাবে নিয়োগ, সমকাজে সমবেতনের দাবি সহ নানান্য দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলাম।ওই কর্মবিরতি করার আমাদের শোকজ করা হয়।তাই অকাল হোলি খেলে আমরা শোকজের উত্তর জমা দিলাম।