আলিপুরদুয়ার, ৪ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমান্তের পাকড়িগুড়ি এলাকায় পাচারের আগে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করল আলিপুরদুয়ারের বারবিশা ফাঁড়ির পুলিশ।ঘটনায় গ্রেফতার ২।
জানা গিয়েছে, অসম থেকে এই রাজ্যে সিগারেট পাচার করা হচ্ছে এই খবর ছিল পুলিশের কাছে।এরপরই আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমান্তের পাকড়িগুড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে পুলিশ।সেই ট্রাকের ভেতরে অভিনব কায়দায় গোপন চেম্বার বানিয়ে পাচার করা হচ্ছিল।
তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ সিগারেট।ঘটনায় গ্রেফতার করা হয় ২ জনকে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।