শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ পাচারের আগে বিপুল পরিমাণ অবৈধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।ঘটনায় গ্রেফতার ১।ধৃতের নাম সুভাষ সিং।পুর্ব মেদিনীপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে স্পেশাল টাস্ক ফোর্স।ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০ হাজার বোতল অবৈধ কাফ সিরাপ।ঘটনায় ট্রাকের মালিক তথা চালককে গ্রেফতার করা হয়।
এসটিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারমূল্য ৬০ লক্ষ টাকা।ডালখোলা থেকে ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ কাফ সিরাপ।পরবর্তীতে ধৃতকে এনজেপি থানার হাতে তুলে দেওয়া হয়।
আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।