শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ রাস্তা বড় করতে ও দখল মুক্ত করতে চম্পাসারিতে থাকা একশোরও বেশী দোকান ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম। সোমবার ভোরে পুরনিগম অভিযান চালিয়ে দোকানগুলি ভেঙে দেয়।
বহুদিন ধরে চম্পাসারি মোড়ের কাছে নিবেদিতা রোডের দুইপাশে রাস্তা ও হাইড্রেন দখল করে দোকান ও বাজার ছিল। এর আগেও দোকানগুলি সরাতে অভিযানে নেমেছিল পুরনিগম। পরে সেখানে ব্যবসায়ী ও মেয়র পারিষদ দিলিপ বর্মণের বাঁধার মুখে ফিরে যেতে হয় পুরনিগমের কর্মীদের। কয়েকদিন আগেই দোকানগুলি সরানো নিয়ে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল।
সোমবার ভোরে পুরনিগমের কর্মীরা গিয়ে দোকানগুলি ভেঙে দেন। প্রায় একশোরও বেশী দোকান এদিন ভেঙে দেওয়া হয়েছে। হাইড্রেন দখলমুক্ত করার পাশাপাশি রাস্তা বড় করার জন্যও দোকানগুলি উঠিয়ে দেওয়া হয়েছে। দোকান ভাঙা পড়তেই ক্ষোভপ্রকাশ করেন সেখানকার ব্যবসায়ীরা।