শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।বুধবার শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪২ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার সংলগ্ন এলাকায় একটি অবৈধ গোডাউন ভেঙে দিল পুরনিগম।ঘটনাস্থলে উপস্থিত ছিল ভক্তিনগর থানার পুলিশ।
জানা গিয়েছে, ৪২ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ছিল এই অবৈধ গোডাউন।পুরনিগমে অভিযোগ আসতেই গোডাউন মালিককে গোডাউনের নথী পুরনিগমে জমা দেওয়ার কথা বলা হয়।পুরনিগমের তরফে নোটিশ দেওয়া হলেও গোডাউন মালিক কোনো কথা শোনেননি।এরপরই আজ জেসিবি দিয়ে গোডাউনটি ভেঙে দেওয়া হয়।
এই বিষয়ে পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, গোডাউনের কাগজপত্র জমা করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল।গোডাউনের মালিক তা করেননি।এরপরই আজ সেই গোডাউন ভেঙে দেওয়া হয়।শহরে এই ধরণের অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার পুরনিগমের অভিযান চলবে।
