শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ শিলিগুড়ি জুড়ে বেআইনি হোর্ডিং।এর বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম।
শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে সরকারি জমি এবং অবৈধভাবে রাস্তার ধারে বহুতলগুলোতে হোর্ডিং লাগানো রয়েছে।তবে এবারে এই অবৈধ হোডিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলো শিলিগুড়ি পুরনিগম।বৃহস্পতিবার নৌকাঘাট মোড় এলাকায় সরকারি জমির ওপরে থাকা একটি বেআইনি হোর্ডিং সরিয়ে দেওয়া হয়।পাশাপাশি শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন একটি বহুতলেও অভিযান চালায় পুরকর্মীরা।পুলিশের উপস্থিতিতে হোর্ডিং সরানো হয়।
প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের তরফে আগেই বলা হয়েছিল বেআইনি হোডিং এর বিরুদ্ধে অভিযান করা হবে।সরকারি জমিতে যে সমস্ত হোডিং রয়েছে সেই সমস্ত হোর্ডিং এর অনুমতি না থাকলে সেগুলি সরিয়ে ফেলা হবে।