রাজগঞ্জ, ২৭ জানুয়ারিঃ চা বাগান এলাকায় অবৈধ চোলাই মদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার আবগারি দপ্তরের।
সোমবার এনজেপি এক্সাইজ স্টেশনের উদ্যোগে সচেতনামূলক প্রচার অভিযান চালানো হয়।এদিন বেলাকোবা পুলিশ ফাঁড়ি, বেলাকোবা উচ্চ বিদ্যালয় ও কেবলপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ডিপুলাইন, ফোটিঙ্গা লাইন, চিলকাপাড়া ও মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাদক সহ, অবৈধ চোলাই মদের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করা হয়।
এই বিষয়ে এনজেপি এক্সাইজ স্টেশনের ওসি সোনম শেরিং লেপচা বলেন, আজ জলপাইগুড়ি জেলা আবগারি দপ্তরের নির্দেশে এনজেপি এক্সাইজ স্টেশনের পক্ষ থেকে চা বাগান এলাকায় অবৈধ চোলাই মদ, আফিম, গাজা চাষ ও সেবনের বিরুদ্ধে আবগারি দপ্তর, পুলিশ ও ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক প্রচার করা হল। আগামীদিনেও বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার করা হবে।