আলিপুরদুয়ার, ৩০ জুলাইঃ হাসিমারা এলাকায় অভিযান চালিয়ে ট্রাক বোঝাই অবৈধ মদ উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ২।ধৃতদের নাম প্রেম কুমার মণ্ডল ও বিপ্লব সাহা।দুজন অসমের শ্রীরামপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়গাঁ থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাসিমারা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়।সেই ট্রাক থেকে ৬৫০ কার্টুন অবৈধ মদ উদ্ধার হয়।উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ১৭ লক্ষ টাকা।আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় পাচারের উদ্দেশ্যে মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান তিনি।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।