শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ শহরে অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম।শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডে ভেঙে দেওয়া হল অবৈধ নির্মান।
জানা গিয়েছে, ৪৫ নম্বর ওয়ার্ডে একটি বহুতলে পার্কিং এরিয়ার মধ্যে অবৈধভাবে দোকান বানিয়ে ভাড়া দিয়েছিল এক প্রমোটার।এর অভিযোগ হতেই পদক্ষেপ গ্রহণ করে পুরনিগম।বোর্ড মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হয়।পুরনিগমের তরফে প্রমোটারকে দোকান সরিয়ে পার্কিং করার কথা জানানো হয়।তবে নির্দেশ মানেননি প্রমোটার।এরপরই আজ জেসিবি দিয়ে সেই অবৈধ নির্মান ভেঙে দেওয়া হয়।
শিলিগুড়ি পুরনিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্রিজিত আইচ বলেন, বিল্ডিং এর প্রমোটার পার্কিং এরিয়ার প্লান পাস করিয়েছিলেন।তবে সেই পার্কিং এরিয়ায় অবৈধভাবে দোকান বানিয়ে ভাড়া দিয়েছিলেন তিনি।এই অভিযোগ আসতেই আজ অবৈধ নির্মান ভেঙে দেওয়া হল।