শিলিগুড়ি, ৯ জুনঃ অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল পুরনিগম। শিলিগুড়ির শক্তিগড় এলাকায় একটি আবাসনে অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম।
অভিযোগ, বহুদিন আগে ওই আবাসনে অবৈধ নির্মাণ বানানো হয়েছিল। পুরনিগমে প্ল্যান পাশ না করেই অবৈধ নির্মাণ বানানো হয়েছিল। কিছুদিন আগে মেয়রকে বলোতে এনিয়ে অভিযোগ করেন বিমান রায় নামে এক ব্যক্তি। এরপরই পুরনিগমের তরফে খোঁজ নেওয়া হয়।
শুক্রবার পুরনিগমের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভাঙা হয়। আবাসনে গ্যারেজে অবৈধ নির্মাণ ও প্রথম তলার একটি ফ্ল্যাটে একাংশ অবৈধ নির্মাণ ভাঙা হয়।