শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির প্রধাননগরের নিবেদিতা রোডে অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করলো শিলিগুড়ি পুরনিগম।শুক্রবার প্রায় ২২টি অবৈধ নির্মান ভেঙে দিয়েছে পুরনিগম।
জানা গিয়েছে, রাস্তার ওপর অবৈধভাবে বেশকিছু নির্মান ছিল যা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল।সেই মামলার পরিপ্রেক্ষিতেই অবৈধ নির্মানগুলি ভাঙার নির্দেশ দেয় আদালত।এরপরই প্রধানগর থানার উপস্থিতিতে শুক্রবার সকাল থেকেই সেই অবৈধ নির্মান গুলি ভাঙার কাজ শুরু হয়।এই অবৈধ নির্মান গুলির মধ্যে যেমন প্রচুর বাড়ি রয়েছে পাশাপাশি বেশকিছু দোকানপাট, রেস্তোরাঁ ও ক্যাফেও রয়েছে।প্রায় ২২টি অবৈধনির্মান কার্যত গুড়িয়ে দিয়েছে শিলিগুড়ি পুরনিগম।
এর আগেও শহরের অবৈধ নির্মান নিয়ে সরব হয়েছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।কোথাও অবৈধ নির্মান হলে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। এর আগেও শহরের বেশকিছু জায়গায় অবৈধ নির্মান ভেঙে দিয়েছে শিলিগুড়ি পুরনিগম।এদিন নিবেদিতা রোডে অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু হতেই সেখানে ব্যাপক ভিড় জমে।পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।এলাকায় ব্যাপক যানজটও হয়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।