শিলিগুড়ি, ৩০ জুলাইঃ সরকারি জমি দখল করে অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযানে নেমে বিক্ষোভের মুখে পড়লেন পুরনিগমের কর্মীরা।
মঙ্গলবার শিলিগুড়ির চম্পাসারি বাজার ও নিবেদিতা রোডে অবৈধ নির্মান ভাঙতে যান পুরনিগমের কর্মীরা।চম্পাসারি বাজার ভাঙতে গেলে ব্যাপক বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা।এরপর দুই নম্বর ওয়ার্ডের মার্গারেট স্কুল সংলগ্ন নিবেদিতা রোডে রাস্তার পাশে অবৈধ দোকানগুলি ভেঙে দেওয়া হয়।পুরনিগমের এই অভিযানে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, গতকালই আমাদের নোটিশ দেওয়া হয়েছিল।এরপর আজ সকালে ভেঙে দেওয়ার জন্য চলে আসে পুরনিগমের কর্মীরা।দোকান সরিয়ে নেওয়ার সময়টুকু দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।এদিন প্রায় ৫০টি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।