শিলিগুড়ি, ২৪ জুনঃ রিকশা চালিয়ে সেই টাকা দিয়ে তৈরি করেছিলেন বাড়ি। কিন্তু প্ল্যান অনুযায়ী তৈরি করা হয়নি সেই বাড়ি। হাইকোর্টের নির্দেশে পুরনিগম অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুরনিগমের কর্মীরা।হাউমাউ করে কেঁদে ফেললেন বাড়ির লোকজন। পুলিশ, পুরনিগমের কর্মীদের কাছে কাকুতি মিনতি করেও কাজ হলনা।
সোমবার ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনিতে একটি বাড়ির অবৈধ নির্মাণ ভাঙা হয়। কিছুদিন আগে এক ব্যক্তি পুরনিগমে অভিযোগ করেন। পরবর্তীতে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন সকালে পুলিশ নিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে যায় পুরনিগম।
সেসময় পুরনিগমের কর্মীদের ঘিরে ক্ষোভপ্রকাশ করেন বাড়ি মালিক ও প্রতিবেশীরা। এলাকায় যান কাউন্সিলর বিমান তপাদার। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে।
