শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ শিলিগুড়ির হকার্স কর্ণারে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাঁধার মুখে পড়লো শিলিগুড়ি পুরনিগম। পাল্টা ব্যবসায়ীরা প্রতিবাদে রাস্তায় নামলেন। মঙ্গলবার হাসপাতাল মোড়ের কাছে নিবেদিতা মার্কেটে একটি ওষুধের দোকানের অবৈধ নির্মাণ ভেঙে দেয় পুরনিগম।
এরপর হকার্স কর্ণারেও একটি দোকানের অবৈধ নির্মাণ ভাঙতে যায় কর্মীরা। সেসময় বাঁধার মুখে পড়তে হয় তাঁদের। হকার্স কর্ণারের ব্যবসায়ীরা সেখান থেকে কর্মীদের ফিরিয়ে দেন। এরপরই রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন ব্যবসায়ীরা। হকার্স কর্ণারের রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন।
ব্যবসায়ী সমিতির দাবি, দোকান ভাঙার ব্যাপারে সমিতিকে কোনও নোটিশ দেওয়া হয়নি। এরপরও দোকান ভাঙা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুশিয়ারি দেন ব্যবসায়ীরা।
অন্যদিকে মেয়র গৌতম দেব জানান, পুরনিগম এলাকায় কোনও নির্মাণ করতে গেলে সেক্ষেত্রে অনুমতি নিতে হয়। নিয়ম না মেনে কেউ নির্মাণ করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন। তবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলবেন বলে জানান।