শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ অবৈধ নির্মানের অভিযোগ সরাসরি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে।সেই অভিযোগের ভিত্তিতে শনিবার অবৈধ নির্মান ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়া গোপাল মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা মিতালী পাল তাঁর বাড়ির কিছু অংশে অবৈধভাবে নির্মান করেছিলেন।তাঁর প্রতিবেশী এই নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান।
অভিযোগ, মিতালী পাল অবৈধভাবে প্রতিবেশীর বাউন্ডারি ওয়ালের ওপর ঘর বানিয়েছিলেন।পাশাপাশি টয়লেটের সেপটিক ট্যাঙ্কের নোংরা আবর্জনা ড্রেনে ফেলতেন যার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়ায়।এই অভিযোগ হতেই পুরনিগমের তরফে মহিলাকে নোটিশ পাঠানো হয়।তবে কথা শোনেনি তিনি।এরপরই আজ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মহিলার বাড়িতে থাকা অবৈধনির্মান ভেঙে দেওয়া হয়।
এদিন মিতালী পাল বলেন, আমাকে নোটিশ করা হয়েছিল।আমি ১৫ দিনের সময় নিয়েছিলাম।তবে পুরনিগম আমাকে কোন সময় দেয়নি।
অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্রিজিত আইচ বলেন, অবৈধ নির্মান নিয়ে মুখ্যমন্ত্রীর পোর্টাল ও পুরনিগমে অভিযোগ হয়েছিল।এরপরই আজ অবৈধ নির্মানের অংশটি ভেঙে দেওয়া হল।