শিলিগুড়ি, ১২ মার্চঃ অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম।এদিন ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি বহুতল ভবনের পার্কিং এরিয়ায় থাকা অবৈধ দুটি দোকান ভেঙে দেওয়া হয়।
অভিযোগ, ভবনটি নির্মাণের পর পার্কিং এলাকায় অবৈধভাবে দুটি দোকান নির্মাণ করা হয়েছিল এবং ভাড়া দেওয়া হয়েছিল।এই অভিযোগ পাওয়ার পর ভবন মালিককে দোকান সরিয়ে পার্কিং এলাকা তৈরির নির্দেশ দেয় পুরনিগম।কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে ভবন মালিক।
এরপরই এই মামলা হাইকোর্টে যায়।হাইকোর্ট সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়।এই নির্দেশের পর আজ পুরনিগমের কর্মীরা গিয়ে দোকানগুলি ভেঙে দেয়।
এদিকে পুরনিগমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন দোকান মালিকরা।তাদের অভিযোগ, দোকান নির্মাণ অবৈধ হয়ে থাকলে কিভাবে ট্রেড লাইসেন্স দিয়েছে পুরনিগম।
অন্যদিকে ভবন মালিক বলেন, কোনও সময় না দিয়েই দোকানগুলি ভেঙে ফেলা হয়েছে।আরও অনেক অবৈধ নির্মাণ রয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুরনিগম।