শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত আশিঘর নরেশমোড় এলাকায় অঙ্গারিঝোড়া নদী দখল করে চলছে অবৈধ নির্মান।নজরে আসতেই অবৈধ নির্মান সরিয়ে নেওয়ার নির্দেশ দিল পুলিশ প্রশাসন।
জানা গিয়েছে, অঙ্গারি ঝোড়াতে বড় বড় পাথর, বোল্ডার ফেলে সেখানে টিন দিয়ে ঘেরা করে দখল করে নিয়েছে বেশ কয়েকজন।বোল্ডার দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।বিষয়টি প্রশাসনের নজরে আসতেই অবৈধ দখল ও নদী থেকে বোল্ডার তুলে নেওয়ার নির্দেশ দেয় আশিঘর ফাঁড়ির পুলিশ।
স্থানীয়রা বলেন, বর্ষার সময় অঙ্গারি ঝোড়ার নোংরা জল ঘরের ভেতরে প্রবেশ করে।প্রধান কিংবা পঞ্চায়ত সদস্যদের জানানো হলে এখনো পর্যন্ত কোনোরকম সুরাহাও মেলনি।ঝোড়ার নোংরা জল প্রবেশ বন্ধ করতে বোল্ডার ফেলা হয়েছে।
এই বিষয়ে প্রধান সুধা সিংহ চ্যাটার্জি বলেন, নদীতে পাথর ফেলে দখল করে নেওয়া হচ্ছে।পুলিশ প্রশাসনের নজরে আসতেই অবৈধ দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।