শিলিগুড়িতে ফের অবৈধ নির্মানের বিরুদ্ধে চললো অভিযান

শিলিগুড়ি, ১৯ নভেম্বরঃ শিলিগুড়িতে ফের অবৈধ নির্মানের বিরুদ্ধে চললো অভিযান।মঙ্গলবার শিলিগুড়ি থানার সামনে কলাহাটি বাজারে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মান।


জানা গিয়েছে, কলাহাটি বাজারে বিভিন্ন দোকানের সামনে অবৈধভাবে ঢালাই করে এবং দোকানের সামনে পাস্টিক লাগিয়ে ব্যবসা চালিয়ে আসছিল ব্যবসায়ীরা।বাজার কমিটির তরফে একাধিকবার ব্যবসায়ীদের জানানো হলেও কোন কথা শোনেননি।এরফলে বাজারে যানজটের সৃষ্টি হয়।যেকারণে আজ অভিযান চালিয়ে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়।

ব্যবসায়ীরা জানান, আমাদের কোনো নোটিশ না দিয়েই আজ অভিযান চালানো হয়েছে।ব্যবসায়ীদের লাগানো পাস্টিক খুলে দেওয়া ও অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলেও বাজার কমিটির সদস্যদের কিছু করা হয়নি বলে অভিযোগ তোলেন তারা।


অন্যদিকে বাজার কমিটির তরফে মদন কুমার গুপ্তা জানান, রাস্তার উপরে অবৈধ নির্মান করা হয়েছিল।এই বিষয়ে বাজার কমিটির তরফে ব্যবসায়ীদের বলা হয়েছিল কিন্তু কোন কথা শোনেননি তারা।প্রশাসনের বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ গ্রহণ করে।  

এই বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, সরকারি জমিতে অবৈধ নির্মান হলে পদক্ষেপ নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *