শিলিগুড়ি, ২৮ জুনঃ অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযোগ করায় অবসরপ্রাপ্ত ডিএসপি কে প্রাণে মারার হুমকি।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ডে।
শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহার বাড়ির পাশে এক প্রমোটার অবৈধ নির্মান করছেন।এর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।অভিযোগ, এরপরই মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অভিযোগ তুলে নিতে বলেন কিছু লোক।শুধু তাই নয় অভিযোগ তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।এই বিষয়ে শিলিগুড়ি থানা থেকে শুরু করে পুলিশ কমিশনারকেও বিষয়টি জানান।কিন্তু এখনও অবধি প্রমোটারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন অবসরপ্রাপ্ত ডিএসপি।
এই বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিক্তা দে বসু রায় বলেন, অবৈধ নির্মাণের অভিযোগ পাওয়ার পরই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।পাশাপাশি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে।এছাড়া যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে।পাশাপাশি অবৈধ নির্মাণকারী প্রোমোটারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত ডিএসপি অভিজিৎ সাহা প্রায় ৩৮ বছর ধরে পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের এসিপি এবং পরে জিআরপিতে ডিএসপি এর দ্বায়িত্বে ছিলেন তিনি।গতবছর ডিসেম্বর মাসেই অবসর নেন।এই ঘটনার পর নিজেকে অসহায় ও অসুরক্ষিত বোধ করছেন ডিএসপি অভিজিৎ সাহা।
সবচেয়ে বড় কথা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী পুলিশকে খবর দেয় আর দায়িত্বে পুলিশ কর্মী ঘটনা এড়িয়ে চলছে । এখানে কাউন্সিলর তার ভূমিকা পালন করেছে।
আরে বাহ পুলিশ প্রশাসন বাহ
আপনাদের তো মুক্তার মালা না পড়িয়ে রুদ্রক্ষ এর মালা পড়ানো উচিত।