স্বপ্নের শহর হবে শিলিগুড়ি, অবৈধ নির্মানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- রঞ্জন সরকার  

শিলিগুড়ি, ৩০ মেঃ শিলিগুড়িকে স্বপ্নের শহর তৈরি করা হবে।এর জন্য শিলিগুড়িতে সরকারি জমিতে কোনোপ্রকার অবৈধ দখল এবং অবৈধ নির্মান বরদাস্ত করা হবে না।৪৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে এমনটাই বললেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার।


৪৬ নম্বর ওয়ার্ডের পোকাইজোতে জল নিকাশি ব্যবস্থা নিয়ে রঞ্জন সরকার বলেন, এলাকায় অবৈধ নির্মাণ যেখানে রয়েছে সেখানে নোটিশ পাঠিয়ে সেই অবৈধ নির্মান ভেঙে ফেলা হবে।কোনোপ্রকার অবৈধ নির্মান মেনে নেওয়া হবে না।এই ঘটনায় কারো নাম সামনে আসলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিলিগুড়ি শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য সমস্ত কিছুই রয়েছে।আগামী ৪ জুন শিলিগুড়ি পুরনিগমের বৈঠকে শিলিগুড়িকে স্মার্ট সিটি গড়ার প্রস্তাব পাঠানো হবে।        


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *