শিলিগুড়ি, ১৪ মার্চঃ ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিসের নাম করে ঘর ভাড়া নেওয়া হয় ৩৬ নম্বর ওয়ার্ডে।স্থানীয়দের সন্দেহে পুলিশের সাহায্যে রবিবার বন্ধ করে দেওয়া হল অফিস।
জানা গেছে, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের দুই বাসিন্দা শুভ সেন ও বিশ্বজিৎ মন্ডল প্রায় দশদিন আগে ৩৬ নম্বর ওয়ার্ডের পঞ্চানন রোডে একটি অফিস ভাড়া নেয়।ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অফিস বলেই চালাচ্ছিলেন তারা।তবে অফিসের বাইরে কোনো সাইনবোর্ড ছিলনা, এছাড়াও প্রতিদিনই বিভিন্ন সময় বেশকিছু যুবতীর আগমন ঘটত ওই অফিসে।
বিষয়টি নিয়ে সন্দেহ হয় স্থানীয়দের।এরপরই রবিবার দুপুরে ওই অফিসে যান স্থানীয়রা, খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়িতে।পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুই যুবকের কাছ থেকে তাদের এজেন্সির বৈধ কোনো কাগজই উদ্ধার করতে পারেনি।অবৈধভাবেই চলছিল ওই অফিস এমনটাই জানা গেছে।
ওই দুই যুবক জানায়, তাদের এজেন্সির কোনো কাগজ এখনও তৈরি হয়নি।পুলিশ অফিস বন্ধ করে দেয় এবং অভিযুক্তদের জানানো হয় সঠিক কাগজপত্র তৈরি করে পুলিশের অনুমতি নিয়ে অফিস খুলতে হবে।যতদিন না তারা সঠিক কাগজ দেখাতে পারছে ততদিন অফিস বন্ধ থাকবে।