শিলিগুড়ি, ৬ জুন: অবৈধভাবে রেলে সরবরাহ করা হচ্ছিল পানীয় জল। এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে ৭৪টি অবৈধ পানীয় জলের কার্টুন উদ্ধার করল আরপিএফ।
জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে অবৈধভাবে এনজেপি স্টেশনে ও রেলের যাত্রীদের পানীয় জল সরবরাহ করা হচ্ছিল। এরফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে রেলকে।
এই খবর পেয়েই মঙ্গলবার এনজেপি স্টেশনে অভিযান চালায় আরপিএফ আধিকারিকেরা। অভিযানে ৭৪টি অবৈধ পানীয় জলের কার্টুন উদ্ধার করা হয়।প্রতিটি কার্টুনে ৯টি করে পানীয় জলের বোতল রয়েছে।সবমিলিয়ে মোট ৬৬৬টি অবৈধ জলের বোতল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে আরপিএফ।