শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ফের একবার অভিযান চালালো শিলিগুড়ির ভক্তিনগর ট্রাফিক গার্ড।সেবক রোডে অভিযান চালানো হয়।
ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফে জানা গিয়েছে, এদিন অভিযানে কোনো গাড়িকে আটক বা জরিমানা করা হয়নি।সকলকে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে।আগামীতে কেই এই নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে।
প্রসঙ্গত, শহরের যানজট সমস্যা সমাধানে বিভিন্নভাবে চেষ্টা করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।টোটোগুলিকে বিভিন্ন রুট করে দেওয়া হয়েছে।চিহ্নিত করে দেওয়া হয়েছে পার্কিং জোন।এরপরও ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ আসে যে যত্রতত্র গাড়ি পার্কিং করছেন অনেকে।এরফলে যানজটের সমস্যা তৈরি হচ্ছে।এর বিরুদ্ধে অভিযানে নেমেছে ট্রাফিক বিভাগ।
