শিলিগুড়ি, ৫ মার্চঃ শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকায় একটি বাড়িতে চলছিল অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং করার কাজ।অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ।উদ্ধার হয়েছে ২৯টি গ্যাস সিলিন্ডার।
জানা গিয়েছে, ধৃতের নাম কৃষ্ণ সরকার।দীর্ঘদিন ধরেই ব্যক্তি অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ করছিলেন।এই খবর পায় ভক্তিনগর থানার পুলিশ।এরপরই সেই বাড়িতে অভিযান চালিয়ে ছোট বড় মিলে প্রায় ২৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।ঘটনায় গ্রেফতার করা হয় ব্যক্তিকে।
গোটা ঘটনায় তদন্ত নেমেছে ভক্তিনগর থানার পুলিশ।
