শিলিগুড়ি, ৩০ সেপ্টেম্বরঃ এনজেপি স্টেশন সংলগ্ন রাস্তায় অবৈধভাবে রাস্তা দখল করে রয়েছে বড় বড় ট্রাক।এরফলে সমস্যার সম্মুখিন পথচলতি সাধারণ মানুষ।
উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ এনজেপি স্টেশন।এই রাস্তা দিয়ে বহু মানুষের যাতায়াত।স্টেশন সংলগ্ন রাস্তাগুলি বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে।হেলদোল নেই রেল কর্তৃপক্ষের। অন্যদিকে, নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচলতি মানুষকে।
স্টেশনের পাশেই রয়েছে একটি ট্রাক স্ট্যান্ড।বর্তমান ট্রাক স্ট্যান্ডটির বেহাল অবস্থার কারণে সেখানে ট্রাক গুলি রাখা দায় হয়ে উঠেছে।এর ফলে বাধ্য হয়ে রাস্তায় অবৈধভাবে ট্রাক রাখতে হচ্ছে চালকদের।
এই বিষয়ে দুবার রেল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে জানান জাতীয়তাবাদী এনজেপি ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ শাহনওয়াজ।তিনি জানান, বৃষ্টিতে ট্রাক স্ট্যান্ড প্রায় জলের তলায়।সেখানে ট্রাক রাখা নিয়ে সমস্যার তৈরি হচ্ছে।ফলে বাধ্য হয়েই ট্রাকগুলোকে রাস্তার উপর রাখতে হচ্ছে।এদিকে আইএনটিটিইউসি সভাপতি প্রসেনজিৎ রায় নিজের উদ্যোগে সংস্কারের কাজ করছেন বলে জানান।