আলিপুরদুয়ার, ২৭ জুলাইঃ চা শ্রমিকদের ঠকিয়ে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল আধারকার্ড।গোপনসূত্রে খবর পেয়ে ৫ জনকে গ্রেফতার করল আলিপুরদুয়ারের কালচিনি থানার পুলিশ।
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দুজন আলিপুরদুয়ার জংশন এলাকার বাসিন্দা, একজন নিমতিঝোরা চা বাগান এবং বাকি দুজন কলকাতার বাসিন্দা।ধৃতদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ক্যামেরা, স্ক্যানার ও বেশকিছু আধারকার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার বিনিময়ে ওই অভিযুক্তরা চা বাগান এলাকায় প্রতারণার জাল বিছিয়ে আধারকার্ড তৈরি করছিল।ধৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করে আলিপুরদুয়ার এসিজেএম আদালতে তোলা হয়েছে।
কালচিনি থানার ওসি অনির্বাণ মজুমদার জানান, ধৃতদের কাছে আধারকার্ড তৈরি করার কোনো বৈধ কাগজপত্র ছিলনা।পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।