আবর্জনা রাস্তায় ফেলে আন্দোলন অব্যাহত সাফাই কর্মীদের,সমস্যায় শহরবাসী

শিলিগুড়ি,১৮ ফেব্রুয়ারিঃ সকাল থেকে সাফাইকর্মীদের আন্দোলনের জেরে চরম দুর্বিষহ অবস্থায় শিলিগুড়িবাসী। বেতন বৃদ্ধি, স্থায়ীকরণের দাবি সহ ১০ দফা দাবিতে বুধবার থেকে কর্মবিরতি পালন করছে পুরনিগম এলাকার সাফাই কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে দাবি-দাওয়া নিয়ে বাঘাযতীন পার্কের সামনে থেকে মিছিল শুরু হয়। কিন্তু সেই মিছিল থেকে শহরজুড়ে আবর্জনা চারিদিকে ছড়িয়ে ফেলা হয়। যার জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। রাস্তায় ভ্যাট উলটে দিয়ে সেখান থেকে আবর্জনা নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি বহুবছর ধরে সাফাইয়ের কাজ করছেন কিন্তু কোনও সুযোগ সুবিধা পাচ্ছেন না। সেকারণে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। এদিকে কর্মবিরতির জেরে শহরজুড়ে আবর্জনা পরিষ্কারের কাজ বন্ধ রয়েছে।


সূত্রের খবর, এদিন কোর্টমোড়, হিলকার্ট রোড সহ বিভিন্ন দোকান বাড়ির সামনে আবর্জনা ফেলে দেন সাফাইকর্মীরা। এমনকি দোকানগুলিতে রাখা ডাস্টবিন থেকে আবর্জনা রাস্তায় ফেলে দেওয়া হয়।পাশাপাশি বিক্ষোভ মিছিল চলাকালীন ভেনাস মোড়ে পুরনিগমের আবর্জনার গাড়ি দেখতে পেয়ে গাড়ির ওপর চড়াও হয় কর্মীরা।এরপরই গাড়িটিকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।ভেনাস মোড় বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধও করে সাফাই কর্মীরা।যদিও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এদিকে এমন ধরনের আন্দোলনের নিন্দা আগেই করেছেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। বুধবার তিনি জানিয়েছিলেন, সাফাই কর্মীদের দাবির পক্ষে আমরাও। কিন্তু এমনভাবে আন্দোলন করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *