আলিপুরদুয়ার, ৭ ডিসেম্বরঃ অবশেষে এক বছর বন্ধ থাকার পর খুলতে চলেছে বন্ধ কালচিনি ও রায়মাটাং চা বাগান।আগামী ১২ ডিসেম্বর রায়মাটাং চা বাগান এবং ১৯ ডিসেম্বর কালচিনি চা বাগান খোলার কথা রয়েছে।
শুক্রবার শিলিগুড়িতে শ্রমিক ভবনে সকল শ্রমিক সংগঠনের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গতবছর পুজোর মরশুমে অক্টোবর মাসে এক এক করে বন্ধ হয়ে যায় দুটি চা বাগান।প্রায় একবছরের বেশি সময়ের অপেক্ষা শেষে অবশেষে খুলতে চলেছে এই দুটি চা বাগান।এই খবরে খুশির হাওয়া শ্রমিক মহল্লায়।