শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ পাঁচ দফা দাবিতে বুধবার ছাত্র হুংকার মিছিলের আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
এদিন মহাত্মা গান্ধী মোড় থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাঘাযতীন পার্কে এসে শেষ হয়।বাঘাযতীন পার্কে আজ একটি সমাবেশ রয়েছে তাদের।
বেকারত্ব, নারীসুরক্ষা, গনতন্ত্র রক্ষা সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আজ অখিল ভারতীয় ছাত্র পরিষদের এই ছাত্র হুঙ্কার মিছিল।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সম্পাদিকা নিধি ত্রিপাঠি, রাষ্ট্রীয় সম্পাদক সপ্তর্ষি সরকার।এছাড়াও গোটা উত্তরবঙ্গ থেকে প্রায় কয়েক হাজার সদস্য এদিনের মিছিলে পা মেলায়।