শিলিগুড়ি, ৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি কলেজের ভর্তি প্রক্রিয়ায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপের দাবী জানিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান করল এবিভিপি।
জানা গিয়েছে, এবছর শিলিগুড়ি কলেজের ভর্তি প্রক্রিয়ায় প্রথমে পাস কোর্স ভর্তি এবং সেখান থেকেই পরবর্তীতে অনার্সে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবিভিপি।
এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি উত্তরবঙ্গ জোনের ইউনিভার্সিটি ইনচার্জ আলোক দেবভূতি, শিলিগুড়ি জেলা সংযোজক শুভম গুপ্তা, বাগডোগরা কলেজ ইনচার্জ দেবব্রত রায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ থেকে ঋষভ কেশরী, বাবলু পোদ্দার সহ অন্যান্যরা।
এই বিষয়ে অলোক দেবভূতি জানান, যদি এই পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া অবিলম্বে পরিবর্তন না করা হয় তবে শীঘ্রই আন্দোলনে নামবে এবিভিপি।